Rabeya Balika Bidyaniketon

Education | Peace| Develop

School Code : 6534 | EIIN: 125059

all students and employees should attend institute in 10 am

Latest Notices: admission going on session 2023

News & Event


VIEW ALL


About Rabeya Balika Bidyaniketon


নীলফামারী টাউন মৌজার ৮১৭ নং দাগটি সাবেক সি,এস ৪২৫ খতিয়ানে নীলফামারী এম,ই স্কুল কমিটি পক্ষে সেক্রেটারী নামে লিপিবদ্ধ আছে। উক্ত বিত্তে পাকা ঘর সহ একটি এম,ই স্কুল প্রতিষ্ঠিত ছিল। পরবর্তিতে উক্ত স্কুল টি তদানিন্তন নীলফামারী হাই ইংলিশ স্কুলে আত্মিকৃত হয় এবং ৮১৭ দাগের বিত্তটি পাকা স্কুল গৃহ সহ পতিত থাকে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তে উক্ত ৮১৭ দাগে অবস্থিত পাকা স্কুল গৃহটি স্যানিটরি অফিস হিসাবে ব্যবহৃত হইতে থাকে। পরবর্তিতে নীলফামারী সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হইলে সোনালী ব্যাংকের ম্যানেজার উক্ত গৃহে বসবাস করিতে থাকেন। ইতিমধ্যে যত্নের অভাবে গৃহটি ধবংস প্রাপ্ত হয়।

বর্তমান নীলফামারী সরকারী মহাবিদ্যালয় বেসরকারীভাবে প্রতিষ্ঠিত হইলে কলেজ কর্তৃপক্ষ উক্ত ৮১৭ দাগের উক্ত বিত্তে অধ্যক্ষ মহোদয়ের বাসভবন নির্মান করিয়া তাহাকে উক্ত স্থানে বসবাসের ব্যবস্থা করিয়া দেন। স্বাধীনতার পর নীলফামারী শহরের বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ,নীলফামারী শহরে একটি বেসরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করিলে বিগত ০১/০১/১৯৭৩খ্রিঃ তারিখে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্ত মোতাবেগ এম,ই স্কুলের পরিত্যাক্ত ৮১৭নং দাগের বিত্তটি নীলফামারী বালিকা বিদ্যানিকেতনের স্থান হিসাবে নির্বাচিত হয় এবং উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য তদানিন্তন মহকুমা প্রশাসক মহোদয়কে সভাপতি করিয়া একটি পরিচালনা কমিটি গঠিত হয়। উক্ত কমিটির বিগত ১০/০৩/১৯৭৩খ্রিঃ তারিখের সিদ্ধান্ত মোতাবেক উক্ত ৮১৭নং দাগের বিত্তটি নীলফামারী বালিকা বিদ্যানিকেতনের নামে দানপত্র করিয়া দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রকাশ থাকে যে, এম,ই স্কুল পরিত্যক্ত হইলে এম,ই স্কুলের সম্পত্তি রক্ষনাবেক্ষনের জন্য মহকুমা প্রশাসক মহোদয় নীলফামারী এডুকেশন ট্রাস্ট ফান্ড নামে একটি প্রতিষ্ঠান সৃষ্টি করেন এবং উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন মহকুমা প্রশাসক মহোদয় নিজে। নীলফামারী বালিকা বিদ্যানিকেতন ৮১৭ দাগে প্রতিষ্ঠার নিমিত্ত সিদ্ধান্তকালে উক্ত নীলফামারী এডুকেশন ট্রাস্ট ফান্ড কমিটিকে তাহার(এম,ই স্কুল) সমুদয় সম্পত্তি ও তহবিল নীলফামারী বালিকা বিদ্যানিকেতনের নামে করার জন্য এবং দানপত্র দলিল রেজিষ্ট্রির জন্য অনুরোধের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্ত ও অনুরোধের প্রেক্ষিতে সভাপতি,নীলফামারী সাবডিভিশনাল এডুকেশন ট্রাস্ট ফান্ড ও তদানিন্তন মহকুমা প্রশাসক জনাব মোঃ আব্দুস শহীদ চৌধুরী মহোদয় ৮১৭ দাগের বিত্তটি নীলফামারী সাব রেজিষ্ট্রি অফিসের ৭০২০ নং দানপত্র দলিল মূলে জেলা-রংপুর,থানা-নীলফামারী,টাউন-নীলফামারীর অন্তর্গত নীলফামারী বালিকা বিদ্যানিকেতন পক্ষে সভাপতি বরাবর দানপত্র দলিল সম্পাদন ও দলিল রেজিষ্ট্রি করিয়া দেন এবং বিদ্যানিকেতন বরাবর ৮১৭ নং দাগের বিত্তের আনুষ্ঠানিক দখল হস্তান্তর করেন। অবশ্য বিদ্যানিকেতন উক্ত বিত্তটি ইতিপুর্ব হইতে ভোগ দখল করিতেছিল। উক্ত দলিলের ভিত্তিতে ১২৫১/৮৪-৮৫ নম্বর খারিজ কেস বলে ৮১৭ নং দাগের বিত্তটি নীলফামারী বালিকা বিদ্যানিকেতন পক্ষে সেক্রেটারী/প্রধান শিক্ষক নামে খারিজ করা হয়। তদবধি নিলফামারী বালিকা বিদ্যানিকেতন উক্ত বিত্তের খাজনা পরিশোধ করিয়া আসিতেছে। প্রকাশ থাকে যে,৮১৭ দাগের বর্নিত বিত্তটি তদানিন্তন বে-সরকারী এম,ই স্কুলের সম্পত্তি হওয়ায় এবং উক্ত সম্পত্তি রক্ষনা-বেক্ষনের জন্য নীলফামারী সাব ডিভিশনাল এডুকেশন ট্রাস্ট ফান্ড গঠিত হয়েছিল। এই এডুকেশন ট্রাস্ট ফান্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিত্তটি নীলফামারী বালিকা বিদ্যানিকেতনের বরাবর হস্তান্তর করে,যা বৈধ ও আইন সিদ্ধ।

পরবর্তিতে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অর্থের প্রয়োজন হওয়ায় স্থানীয় ভদ্রমহিলা জনাব রাবেয়া বেগম চৌধুরী প্রয়োজনীয় অর্থ প্রদানে সম্মত হওয়ায় তৎকালীন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গত ১২/১০/১৯৮৩ তারিখের ০২ নং সভার সিদ্ধান্তে অত্র বিদ্যালয়ের নাম “নীলফামারী বালিকা বিদ্যানিকেতন” এর পরিবর্তে “রাবেয়া বালিকা বিদ্যানিকেতন” রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করেন। সেই থেকে বিদ্যালয়টি রাবেয়া বালিকা বিদ্যানিকেতন,নীলফামারী নামে পরিচালিত হয়ে আসছে।

Notices
Notice Test
Aug 01, 2023




VIEW ALL

Message's


Calender
Website Total Visitor:     web counter
© 2024. Ganitik School and College Developed By GanitikTech